Unbounce Basic
Description
কেন আমি ‘Unbounce Basic’ কোর্সটি শেখাতে যাচ্ছি?
সেটার কারণ পরে বলছি, তার আগে বলতে চাই কোর্সটির title দেখে সবারই অপরিচিত লাগছে তাই না? তো আসলে লাগারই কথা। কারণ আমাদের দেশ থেকে তেমন কেউ নাই যে এই সেক্টর নিয়ে কাজ করে বা করছে। কারণ আমরা ফ্রিল্যান্সিং বলতেই তো বাংলাদেশে শুধু গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট, মার্কেটিং এইগুলা কে বুঝি। এবং আমরা এগুলার ব্যাসিক শিখে বসে থাকি, তারপর কিছু দিন কাজ পাওয়ার চেষ্টা করে বলতে থাকি কাজ পাচ্ছি না।
তবে আপনি জানেন কি এই সেক্টর গুলার বাহিরে ও একটা মহাসাগর আছে? আমি জানি, আপনি কখনও এই বিষয় গুলা নিয়ে ভাবেন নি। যদি ভাবতেন তাহলে আপনি অনলাইনে career build করা নিয়ে এত হতাশ থাকতেন না এবং বলতে থাকতেন না যে আমি কাজ পাচ্ছি না, আমার দ্বারা কিছু হবে না। যাইহোক কাজ এর সেক্টর decide করার আগে আপনি যদি একটু deeply research করেন, তাহলে ফ্রিল্যান্সিং এর শুরু টা অনেক ভাল এক্সপ্রিয়েন্স দিয়ে হতে পারে, অনেক টা আমার মত 😉
সুতরাং আপনি সঠিক উপায়ে তাড়াতাড়ি success আনতে পারেন যদি আমার দেখানো ট্রিক ব্যবহার করতে পারেন, অথবা আমার তৈরি করা এই কোর্সটি করতে পারেন। আর একটা বিষয় যেখানে competitor কম সেখানে কাজ এর ডিমান্ড এবং ভ্যালু অনেক বেশি থাকে। যার কারণেই আমি প্রায় ৬ বছরের ও বেশি সময় ধরে এই সেক্টর এ অনেক success এর সাথে কাজ করে আসছি, যার ধারাবাহিকতায় আজকে আমি আপনাকে এমন একটি কোর্স উপহার দিতে পারছি!
তো এবার আসি, কেন ‘Unbounce Basic’ কোর্সটি শেখাতে যাচ্ছি, এটার মেইন কারণ হল এটা unique একটা সেক্টর, যে সেক্টরে কাজের চাহিদা এবং ডিমান্ড অনেক বেশি এবং competitor তুলনা মূলক কম, অন্য সব ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্র থেকে!
সুতরাং এই কাজের মাধ্যমে আমি Upwork নামক মার্কেটপ্লেস থেকে নিজে একাই ৮০ হাজার ডলারেরও বেশি আয় করেছি, যা আমি যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে ৬৫ লাখ টাকারও বেশি আসে। নিচের স্ক্রিনশটটি দেখুন এবং চাইলে আমার প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেনঃ 👇 https://www.upwork.com/freelancer/mahinur
তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে Unbounce জিনিস টা কি, তাই তো? বলতে গিলে এক কথায় Unbounce হল একটা ল্যান্ডিং পেজ ড্রাগ এন্ড ড্রপ বিল্ডার। এর মাধ্যমে marking purpose এ ল্যান্ডিং পেজ তৈরি করা হয় এবং এটি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের ভিতরে পরে।
সুতরাং এখন আবার অনেকে বলতে পারেন, ভাই আমি তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে বসে আছি কিন্তু কাজ পাচ্ছি না, এটার মুল কারণ হল, html & css শিখে নিজেকে font-end developer অথবা web developer দাবি করা। অন্য দিকে Photoshop/XD তে বেশ কিছু web design করে নিজেকে web designer দাবি করা. আসলে কাজ না পাওয়ার মুল কারণ হল আপনি আর পাঁচ জন এর মত করেই ভাবতেছেন। একটু যদি unique চিন্তা করতেন, তাহলে এমন Unbounce এর মত হাজারো সেক্টর খুঁজে পেতেন অথবা কাজ পেতেন।
আমি মূলত এই কোর্সটি তাদের কেই টার্গেট করে বানিয়েছি যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে বসে আছেন, কিন্তু দীর্ঘদিন কাজ পাওয়ার চেষ্টা করেও কাজ পাচ্ছেন না। অন্যদিকে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহি, একদম নতুন তাদের জন্যও এটি একটি দেশসেরা high quality কোর্স। আবার যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী বা মার্কেটিং লিড জেনারেশন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করছেন তারা নিজেই লিড জেনারেশন ল্যান্ডিং পেজ বানিয়ে ভালোভাবে মার্কেটিং করে লিডস অথবা সেলস আনতে পারবেন এই কোর্সটি করার মাধ্যমে, অন্যদিকে যারা UI/UX ভালো পারেন তাদের জন্যও সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে এই কোর্সটি। কারণ তারা Unbounce ল্যান্ডিং পেজ বানানো শিখে figma/xd/sketch/psd টু Unbounce করতে পারবেন!
এই ‘Unbounce Basic’ কোর্সটি তে কি থাকছে?
- আনবাউন্স এর ওপর পরিষ্কার ধারনা দেওয়া হবে।
- আনবাউন্স কি? কেন শিখবেন? আনবাউন্স শিখে আপনার কি কি কাজে আসতে পারে।
- ল্যান্ডিং পেজ কি? কেন ব্যবহার করা হয়? ল্যান্ডিং পেজ বানানো শিখে আপনার কি কি কাজে আসতে পারে।
- একটা ওয়েবসাইট এর জন্য ল্যান্ডিং পেজ কেন গুরুত্বপূর্ণ সেঁটা নিয়ে আলোচনা হবে।
- ল্যান্ডিংপেজ তৈরি করতে আনবাউন্স কেন ব্যবহার করা হয়?
- অন্যান্য ল্যান্ডিংপেজ বিল্ডার ছাড়া কেন আনবাউন্স একটি বহুল ব্যবহৃত প্লাটফর্ম/বিল্ডার?
- অল্প সময়ের মধ্যে একটা পূর্ণাজ্ঞ ল্যান্ডিংপেজ তৈরী করতে আনবাউন্স এর ভূমিকা।
- আনবাউন্স থিম তৈরী করে কিভাবে ইনকাম করা যায়।
- আনবাউন্স শিখে কিভাবে মার্কেটপ্লেসের এ কাজ পাবেন সেই টিপস দিয়ে দেওয়া হবে।
- আনবাউন্স শিখে কিভাবে মার্কেটপ্লেসের এর বাহিরে কাজ করবেন সেটার ও স্বচ্ছ ধারনা দিয়ে দেওয়া হবে।
- আনবাউন্স শিখে কিভাবে facebook, linkedin থেকে জব পেতে পারেন সেই বিষয়েও আলোচনা হবে।
- আনবাউন্স শিখে কিভাবে নিজের সাইট বানিয়ে মার্কেটিং করে বড় কোম্পানি তে জব পেতে পারেন সেটার উপায় ও বলা হবে।
- কিভাবে আমার দেওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে আনবাউন্স এ Account create করবেন। যেহেতু আনবাউন্স একটা Paid সফটওয়্যার, সেহেতু বিগিনারদের প্রবলেম ফেস করতে হয় আনবাউন্স এর কাজ শিখতে। তাই আমি সবাই কে ফ্রি Account create করার পথ দেখিয়ে দিব।
- আনবাউন্স এর ড্যাশবোর্ড নিয়ে পূর্ণাঙ্গ পরিচিতি দেওয়া হবে।
- আনবাউন্স এর বিভিন্ন টুলস এর কাজ সুন্দর ভাবে দেখানো ও বোঝানো হবে।
- আনবাউন্স দিয়ে একটা বেসিক পেজ তৈরী করে দেখানো হবে।
- আনবাউন্স দিয়ে সেই বেসিক পেজ এর মোবাইল ভার্সন তৈরী করে দেখানো হবে।
- কাস্টম স্টাইল কোড অ্যাড করার ব্যবহার দেখানো হবে।
- ল্যান্ডিং পেজ এ কাস্টম জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দেখানো হবে।
- বিভিন্ন ধরনের নতুন নতুন Downloadable Resources অ্যাড করা হবে যাতে আপনাদের কাজের সুবিধা হয়
- …এছাড়াও এই কোর্সের সকল মেম্বার্সদের জন্য থাকছে একটা প্রাইভেট ফোরাম, যেখানে তারা তাদের Unbounce Basic ক্লাসের যেকোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবে এবং কোন সমস্যা বা প্রশ্ন থাকলে সেটি উত্তর পেয়ে যাবে। সুতরাং আপনি যদি অনলাইনে এ Smart একটা ইনকাম করে ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এই Unbounce Basic কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স, সুতরাং আর দেরি কেন? এখনি Enroll করে ফেলুন!
সাধারণ প্রশ্ন সমূহ(FAQ):
(১) কোর্সটি কিভাবে করতে পারব? উত্তরঃ যেহেতু এটি একটি অনলাইন ভিত্তিক কোর্স, সেহেতু আপনি বাসায় বসেই এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। আর কোন সমস্যাই পড়লে তার জন্য Instructor-এর হেল্পও পাবেন প্রাভেট ফোরামে! কিভাবে কোর্সটি কিনবেন, সেটি জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করে এক নজরে দেখে নিনঃ CLICK HERE TO WATCH
(২) আমি এই কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ কোর্সটি কেনার জন্য বাংলাদেশী IBBL / DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে আপনি চাইলে কোর্সটির মূল্য পরিশোধ করে lifetime access নিয়ে নিতে পারেন এবং যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে লগিন করার মাধ্যমে কোর্সের ভিডিও দেখে শিখে নিতে পারেন।
(৩) এই কোর্সের ভিডিও দেখার সময় কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ জ্বী, অবশ্যই পাওয়া যাবে। কোর্সে এনরোল করার পর সকল স্টুডেন্টদের জন্য থাকছে একটি প্রাইভেট ফোরাম! যে ফোরামের মাধ্যমে কোর্সের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন করলে, তার উত্তর পাওয়া যাবে!
(৪) এই কোর্স করার পর কাজের জন্য কি আলাদা কোন ইনভেস্ট এর প্রয়োজন হবে? উত্তরঃ না, আপনাকে কোন ইনভেস্ট করা লাগবে না, কারণ এই ইউনিক কাজটা শিখে আপনি মার্কেটপ্লেসের ভেতরে(Upwork, Fiverr) ও বাইরে(Discussed in course) কাজের সন্ধান করতে পারবেন। সুতরাং যার জন্য আলাদা কোন ইনভেস্ট এর প্রয়োজন নেই বলে আমি মনে করি, তার কারণ এই কাজের স্কিল আয়ত্ত করে ও পোর্টফোলিও বানিয়ে আপনি কাজ SURE পাবেন বলে আমি বিশ্বাস করি! 🙂
(৫) এই কোর্স করার পর কি কোন ইনকামের গ্যারান্টি পাওয়া যাবে? উত্তরঃ না, আমি কাউকে ইনকামের গ্যারান্টি দিয়ে বিভ্রান্ত করতে চাই না। তার কারণ আপনি যদি টাকা আয়ের লোভ থেকে Enroll করার কথা ভাবেন, তাহলে আপনি কখনোই শিখতেই পারবেন না, সুতরাং এমন চিন্তা থাকলে আমাদের কোর্সে Enroll করতে মানা করবো। কারণ এমনও আছে যারা Unbounce শিখে প্রতি মাসে ২-৫ হাজার ডলার আয় করছে অনুরূপভাবে এমনও আছে যারা ৬ মাস শিখেও কিছু করতে পারে নি। সুতরাং আপনি যদি মন থেকে শিখতে চান, এবং শিখার পিছনে ছুটতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য! আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার ক্যারিয়াকে সঠিক উপয়ে দাড় করানোর, তবে হ্যাঁ আপনার চেষ্টা থাকতে হবে এবং আমাদের সহায়তায় আপনার ক্যারিয়ার গড়বে।
এছাড়াও এই কোর্সটি আপনি আপনার বন্ধু/পরিবার/যে কারোর সাথে রেফার করে ৪০% পর্যন্ত কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট আয়ের ড্যাশবোর্ড থেকে ঘুরে আসুন!
সফলতার গল্প(Success Story) 🔥
Topics for this course
Unbounce Introduction
Welcome To The Course!00:3:15
What Is Unbounce And Why It Is important?1:41
Let’s Check Unbounce Website!
How Unbounce Works?3:15
What We Can Do With Unbounce?4:09
Why Unbounce Is Important For Creating A Landing Page In Short Time?3:36
Why Unbounce is Popular Than Other Platforms?4:42
Collecting Short Answers!
Private Discussion Forum 💬
Important Message for Students
Unbounce Live Project Share – $306.59 Earn Within 7.5 Hours!00:32:29
Landing Page Introduction
Type Of Landing Page Example & Explanation
Free Unbounce Account Creation
Unbounce Dashboard & Tools Introduction
Type Of Unbounce Work Example & Explanation
Basic Page Creation In Unbounce
Popup and Sticky Bar Introduction
CRO(Conversion Rate Optimization) Introduction
Unbounce Page Speed Up And AMP
Unbounce Job Opportunity
Feedback & Class Request?
About the instructor
Mahinur Khan
Landing Page & Funnels Engineer
4 Courses
1769 students
Great
Very helpful at all.
Alhamdulilla satisfied
it was a good match
Wonderful.
I really enjoyed doing this coures and learned a lot.
good
I want to say in one word this course was the best course of my life. and Mahinur Khan teaches very well. what to do in Unbounce how to design a page and how to open an Upwork account and how to find a job. I would like to thanks Mahinur Bro for presenting such a good course to us.
It was tremendous experience excellent teaching
thanks
It was good learning
nice
nice
good
Masha Allah
This is a good and unique course and I liked this course.
it was amazing
Really amazing. I learnt a lot through out this course.
Awesome tutorial bro
Good
I recommend this course to all who love to learn the easy way of making high converting landing pages with the UNBOUNCE software.
very effective
এক কথায় অসাধারণ 😍
I love the way of Mahinur Khan's teaching ❤️ He is the legend of unique world! I enjoyed in this course. Hopefully will be an awesome career from this Academy. Thanks again for this god gifted course. 🔥
This is a really good course. Doing this course can really do something good in life. I really like the course. Thanks in advance to Mahinur Bhaiya of Heart.
Thank you, good course!
I am very excited for completing basic course. Now i am starting advance course.
এক কথায় অসাধারন একটা কোর্স! কারন আমি এই কোর্সটি সম্পন্ন করে Fiverr এ ক্যারিয়ার দাঁড় করাতে পেরেছি। আর fiverr থেকে এমন একটা ক্লায়েন্ট পেয়েছি যিনি আমাকে এখন long-terms বেসিসে কাজ দিয়ে যাচ্ছেন, সুতরাং এটা আমার একটা লাইফ চেঞ্জিং কোর্স! আমার Fiverr link: https://www.fiverr.com/sadmanfaruk9
Unbounce is a great course on the best unique topic. The videos have been explained in a very beautiful way.
এই কোর্সটা করার পর আমি এমন কিছু জিনিস আয়ত্ত করতে পেরেছি, যার মাধ্যমে আমি Upwork, Fiverr মার্কেটপ্লেসে কাজ পাচ্ছি!! নতুন নতুন ক্লায়েন্টের সাথে নতুন নতুন কাজ করার সুযোগ হয়ে উঠেছে এই কোর্সটা করার মাধ্যমে! তাই আপনি যদি ইউনিক কিছু শিখতে চান, শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আমি এই কোর্সটা করার কথা বলব। আর সেই সাথে আমার Upwork এবং Fiverr প্রোফাইল থেকে ঘুরে আসার দাওয়াত রইলঃ (https://www.upwork.com/freelancers/~011cec2272eec96f06) এবং (https://www.fiverr.com/asibhasan234)
এক কথায় অসাধারন একটা কোর্স! কারন আমি এই কোর্সটি সম্পন্ন করে Fiverr & Upwork এ ক্যারিয়ার দাঁড় করাতে পেরেছি। আর fiverr থেকে এমন একটা ক্লায়েন্ট পেয়েছি যিনি আমাকে এখন long-terms বেসিসে কাজ দিয়ে যাচ্ছেন, সুতরাং এটা আমার একটা লাইফ চেঞ্জিং কোর্স! আমার Fiverr profile: https://www.fiverr.com/mamunhossain04 and Upwork profile: https://www.upwork.com/freelancers/~01c4fa422e3e553fa3
এটি একটি জীবন পরিবর্তনকারী crouse. যা আপনি চাইলে ট্রাই করতে পারেন। বিশেষ করে যদি আপনি কয়েক মাসের মধ্যে সাফল্য চান তো আমি আপনাকে অবশ্যই এটা enroll করার অনুরোধ করতেসি । এই কোর্সের trainer mahinur ভাইয়া সে কিংবদন্তি, আপনি তার ব্যবহার এ মুগ্ধ হতে বাধ্য, আর অবশ্যই এরকম helpful আপনি অন্য কোথাও পেলেও পেতে পারেন But akjn trainer apnke help করবে na তাদের kno সাপোর্ট men apnar সাথে কথা বলবে but আপনি akne সরাসরি trainer ar sathe contact korte partecen এটা onk besi পাওয়া apnr jonno। সব শেষে aitai bolbo akn ata ছোট্ট পরিসরে থাকলেও akdin bd te rank করবে in sha Allah. onk besi ভালোবাসি mahinur ভাইয়া ♥️. donnobad এত সুন্দর একটা লাইফ changing crouse make করার জন্য 😘
ইউনিক টপিক নিয়ে আমার দেখা বাংলাদেশের ভিতর এটা একটা সেরা কোর্স! কারণ আমি গত এক বছরে আরো অনেক প্ল্যাটফর্ম থেকে কোর্স কিনে অনেক টাকা নষ্ট করেছি। কিন্তু কোন ইনকামের উপায় বের করতে পারিনি। তবে MproAcademy থেকে আমি ৪ জুলাই এই কোর্সটি কিনেছিলাম এবং কেনার 17 দিনের মাথায় কোর্সটি সম্পূর্ণ দেখে শেষ করেছিলাম এবং তার পরদিনই আমি ফাইবারে একটি unbounce এর gig তৈরি করি এবং তৈরি করার দুই দিনের ভিতরেই আলহামদুলিল্লাহ $50 এর একটি অর্ডার পেয়ে যায় এবং তার পরদিনই ঐ অর্ডার টা কমপ্লিট করি! করেই সেই খুশিতে আমি এই প্ল্যাটফর্মের জন্য একটা রিভিউ দিতে আসি, যেটা এই প্লাটফর্মের প্রাপ্য বলে মনে করি! কারন আমার কাছে সত্যিই অবিশ্বাস্য ছিল অর্ডার পাওয়াটা, কারন আমার ওয়েব ডিজাইনের উপরেও একটি gig বানানো ছিল। যা গত ৪/৫ মাসেও rank করতে পারিনি। আর আমি নিজেই ভাবতে পারিনা এই বেসিক কোর্স শেষ করেই কাজ পাব। তবে আমার কাছে এটা অনেকটাই advance level এর কোর্স মনে হয়! কারন প্রথমের দিকে যা শেখানো হয়েছিল তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, আমি বেশ কিছু ভিডিও দুবার/তিনবার রিপিট করে দেখে বুঝতাম কাজের ব্যাপারগুলো! তবে আল্লাহর অশেষ রহমত, আমার ধৈর্য এবং স্যারের ভিডিওগুলো দিয়েই আমি আজ সফল হলাম! আর unbounce এর advance কোর্সগুলো শেষ হলে ওগুলোও দেখতে চাই! তাই কোর্সগুলো শেষ হলে আমাকে জানাবেন দয়া করে।