Design to Unbounce Masterclass
Course Prerequisite(s)
- Please note that this course has the following prerequisites which must be completed before it can be accessed
- Unbounce Basic
Description
কেন আমি ‘Design to Unbounce Masterclass’ কোর্সটি শেখাতে যাচ্ছি?
Unbounce দিয়ে যেহেতু অনেক ধরনের ইনকাম করা যায়, সেহেতু আমার এই কোর্সটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যারা প্যাসিভ ইনকাম করতে চাই, কারণ ফ্রিল্যান্সিং এর পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে কে না চাই! আর প্যাসিভ ইনকাম এর মত মজা দুনিয়াতে আর কোন ইনকামে নাই। কারণ প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম যেখানে একবার কষ্ট করে একটা প্রোডাক্ট দাঁড় করাতে পারলে সেটা দিয়ে আজীবন ইনকাম করা পসিবল! তাই যেহেতু Unbounce দিয়ে খুব সহজে প্যাসিভ ইনকাম করা যায়, তাই mainly এই কোর্সটি রেডি করা হয়েছে প্যাসিভ ইনকাম লাভারদের জন্য!
তবে এই Design to Unbounce কোর্সের ক্লাস দেখে আপনি একবার কোনো design কে Unbounce এ কনভার্ট করা শিখে গেলে, ফ্রিল্যান্সিং করেও অনেক অর্থ উপার্জন করতে পারবেন! আর আপনি চাইলে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন কে Unbounce এ কনভার্ট করার জন্য $150 – $2,000 ডলার পর্যন্ত চার্জ করতে পারবেন ক্লায়েন্ট দের থেকে! তাহলে বুঝতে পারছেন একটা ডিজাইন Unbounce এ কনভার্ট করা শিখতে পারলে আপনি প্যাসিভ ইনকাম এর পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রজেক্ট এর কাজও করতে পারবেন!
এখন আসি কিভাবে প্যাসিভ ইনকাম করবেন এই Unbounce দিয়ে, তো তার জন্য আপনার সবার আগে themeforest.net নামক একটা মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে হবে। কারণ সেখানে Unbounce এর template বানিয়ে আপনি ভালো পরিমাণে প্যাসিভ ইনকাম করতে পারবেন। তার কারণ সেখানে Unbounce template এর ভালো পরিমানে চাহিদা রয়েছে!
সুতরাং আমি যেটা করেছি এই কোর্সে, আমার নিজের ক্লায়েন্টের একটা ডিজাইন প্রজেক্ট Unbounce এ কনভার্ট করেছি, যে প্রজেক্ট থেকে আমি এই পর্যন্ত টোটাল আয় করেছি $2,150
সুতরাং, এতে করে আপনি বুজতে পারবেন কিভাবে একটা Design কে Unbounce এ হুবাহু convert করা যায় এবং করে ফ্রিল্যান্সিং করা যায়! এছাড়াও আরো একটা প্রজেক্ট দেখিয়েছি, যে প্রজেক্টের মাধ্যমে আপনি শিখতে পারবেন কোনো ক্লায়েন্ট যদি বলে হুবাহু কোন ওয়েব পেজকে replicate করে দিতে এবং সেটা কোন way তে 100% replicate করে দিবেন Unbounce এর ভিতর সেটাও দেখিয়েছি, এবং এটাও একটা Live প্রজেক্ট, যে প্রজেক্ট থেকে আমি আয় করেছি টোটাল $846.46 এবং সেটা ৪ দিনে! প্রজেক্ট টার ছোট্ট brief ভিডিও এখানে আছে, দেখুন…
এছাড়া Unbounce এর টেমপ্লেট বানিয়েছি থিমফরেস্টের জন্য এবং সেই টেমপ্লেট সাবমিট করে Approve করে দেখিয়েছি! আর যখন সেই টেমপ্লেট সেল হবে তখন তো আপনি দেখতেই পাবেন 😉
আর যেহেতু আপনি এই কোর্সের মাধ্যমে জানতে পারছেন কিভাবে Themeforest এ টেমপ্লেট সাবমিট করতে হয়, সেহেতু আপনি যদি ভাল HTML পারেন তাহলে আপনি Unbounce টেমপ্লেট সাবমিট করা শিখে যাওয়াই, ওই সেম প্রোসেসে আপনি চাইলে html টেমপ্লেটও সাবমিট করতে পারবেন! আর যদি WordPressও ভাল পারেন, তাহলে সেম উপায়ে কিন্তু WordPress এরও টেমপ্লেট সাবমিট করতে পারবেন! কারণ themeforest এ টেমপ্লেট সাবমিটের প্রসেস প্রায় সেম সব গুলোর ক্ষেত্রে! কিন্তু যদিও টেমপ্লেট সাবমিশনের ব্যাপার গুলো বেশ জটিল আছে, তবে আমি এই কোর্সে খুব সহজে শিখিয়েছি কিভাবে আপনি আপনার Unbounce/HTML/Wordpress টেমপ্লেট সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে একটা ভাল পরিমাণ প্যাসিভ ইনকাম করতে পারবেন!
কারন আমি নিজেই 2018 সালের দিকে Themeforest এ বেশ কয়েকটি Unbounce এবং HTML টেম্পলেট সাবমিট করেছিলাম এবং সেখান থেকে এখনো আমার প্যাসিভ ইনকাম হয়ে আসতেছে, তবে যেহেতু আমি সেই সময় একটা কোম্পানিতে ফুলটাইম রিমোট জব করতাম যার কারণে ওভাবে সুযোগ হয়ে ওঠেনি প্রফেশনালি Themeforest এ ফুলটাইম কাজ করার।
তবে আমি খুব ভালোভাবে জানি এই মার্কেটে কি পরিমাণ Unbounce টেম্পলেট এর চাহিদা রয়েছে, তবে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ বর্তমানে Unbounce এর ভালো টেম্পলেট নাই মার্কেটে, তাই এখনি যদি বাংলাদেশ থেকে এই মার্কেট কেউ ধরতে পারে তাহলে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করা পসিবল!
অন্যদিকে Unbounce একটি ইউনিক প্ল্যাটফর্ম হওয়ায়, এখন বর্তমানে এটা খুব ফাস্ট grow হচ্ছে, তাই যারা HTML/Wordpress এ ভালো কাজ করছেন তারাও এমন Unbounce এর মত ইউনিক এর প্ল্যাটফর্মের দিকে মুভ করছে! কারণ এইসব প্লাটফর্মে compitator কম থাকায় ক্লাইন্টরা অনেক বেশি পে করে, আর বিশেষ করে Unbounce মার্কেটিং এর জন্য ব্যবহার করায় তুলনা মূলক অনেক বেশি পেমেন্ট পায় ফ্রিল্যান্সাররা। আবার তুলনা করলে দেখা যায় যে HTML, WordPress প্রজেক্ট থেকেও এমন ইনকাম করা সম্ভাব না, কারণ compitator বেশি থাকায় জব পাওয়াও যেমন জটিল তেমন প্রজেক্টেও ক্লাইন্টরা কম পেমেন্ট করে বা কম পেমেন্টে ভাল কাজ করাই নিতে পারে compitator বেশি থাকায়, যেটা Unbounce এর ক্ষেত্রে একদম ভিন্ন!
তাই ওভারঅল Unbounce এর A to Z শিখতে পারলেই আপনারই লাভ! এবং Design to Unbounce হলো এটারই একটা অংশ, তাই আপনি আপনার ক্লাইন্টকে কোন ডিজাইন Unbounce এ কনভার্ট করে দিতে পারলেই যেমন ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তেমন Themeforest এর জন্য Unbounce এর Template বানিয়েও ভালো পরিমাণ প্যাসিভ ইনকাম করতে পারবেন!
আর যেহেতু আমি নিজেই 2018 সালে Template বানিয়ে সাকসেস, সেহেতু আপনাকে আমি সেই ট্রিক এবং উপায়গুলো শিখিয়েছি এই কোর্সের মাধ্যমে! তার কারণ আমি এমন এমন বেশকিছু ট্রিক জানি যা আপনি চাইলে কোনো UI Designer এর হেল্প না নিয়েই Unbounce Template বানিয়ে সাবমিট করতে পারবেন। তার কারণ আমি আমার প্রথম Unbounce Appko Template দাড় করিয়েছিলাম কোনো UI Designer এর হেল্প না নিয়েই এবং সেটি কিভাবে সম্ভব করেছিলাম সেটাও দেখিয়েছি এই কোর্সটিতে!
এই ‘Design to Unbounce Masterclass’ কোর্সটি তে কি থাকছে?
- কোনো লান্ডিং পেজ ডিজাইন কিভাবে ক্লায়েন্টের জন্য Unbounce দিয়ে কনভার্ট করবেন।
- আমার নিজের ক্লায়েন্টের Live কাজের ল্যান্ডিং পেজ ডিজাইন কনভার্ট করে দেখানো হয়েছে।
- Themeforest এর জন্য ডিজাইনার এর হেল্প না নিয়ে, একটা Unbounce theme বানিয়ে সাবমিট করে দেখিয়েছি।
- Unbounce টেমপ্লেট Themeforest এ সাবমিট করার সব টেকনিক শেয়ার করেছি।
- এবং সেই টেকনিক ব্যবহার করে আপনি চাইলে HTML, WordPress এর টেমপ্লেটও সাবমিট করতে পারবেন।
- একটা টেমপ্লেট বানানোর পর কিভাবে টেমপ্লেটের ডকুমেন্টেশন বানাতে হয় সেই উপায় দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে।
- একটা টেমপ্লেট সাবমিটের জন্য কিভাবে thumbnail বানাবেন, রেডি thumbnail টেমপ্লেট শেয়ার করে দিছি।
- সেই রেডি thumbnail টেমপ্লেট দিয়ে আপনি কিভাবে আপনার নিজের project এ শুধু কালার এবং এলিমেন্ট পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন, সেটাও দেখিয়েছি।
- Thumbnail এর পাশাপাশি আপনার template এর জন্য কিভাবে লোগো বানাবেন সেটাও দেখিয়ে দিয়েছি।
- আমার নিজের রেডি লোগো template ব্যবহার করে আপনি চাইলে আপনার Unbounce ল্যান্ডিং পেজ template সাবমিট করতে পারবেন!
- আমার নিজের করা এই Unbounce Appko Template আপনাকে দিয়ে দিছি, ভর্তি হওয়ার পর access পেয়ে যাবেন।
- Overall যেকোনো ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন আপনি যেন Unbounce দিয়ে কনভার্ট করতে পারেন, সেই উপায়ও বলে দিয়েছি ও শিখিয়ে দিয়েছি।
- বিভিন্ন ধরনের নতুন নতুন Downloadable Resources অ্যাড করা হবে যাতে আপনার কাজের সুবিধা হয়
- …এছাড়াও এই কোর্সের সকল মেম্বার্সদের জন্য থাকছে একটা প্রাইভেট ফোরাম, যেখানে তারা তাদের Design to Unbounce Masterclass ক্লাসের যেকোনো প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবে এবং কোন সমস্যা বা প্রশ্ন থাকলে সেটি উত্তর পেয়ে যাবে। সুতরাং আপনি যদি অনলাইনে এ Smart একটা ইনকাম করে ক্যারিয়ার বিল্ড করতে চান, তাহলে এই Design to Unbounce কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স, সুতরাং আর দেরি কেন? এখনি Enroll করে ফেলুন!
সাধারণ প্রশ্ন সমূহ(FAQ):
(১) কোর্সটি কিভাবে করতে পারব? উত্তরঃ যেহেতু এটি একটি অনলাইন ভিত্তিক কোর্স, সেহেতু আপনি বাসায় বসেই এই কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। আর কোন সমস্যাই পড়লে তার জন্য Instructor-এর হেল্পও পাবেন প্রাভেট ফোরামে! কিভাবে কোর্সটি কিনবেন, সেটি জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করে এক নজরে দেখে নিনঃ CLICK HERE TO WATCH
(২) আমি এই কোর্সটি কিনতে চাই। কিভাবে কিনবো? উত্তরঃ কোর্সটি কেনার জন্য বাংলাদেশী IBBL / DBBL / নেক্সাস / ভিসা / মাস্টারকার্ড / রকেট / বিকাশ দিয়ে আপনি চাইলে কোর্সটির মূল্য পরিশোধ করে lifetime access নিয়ে নিতে পারেন এবং যেকোনো সময় আমাদের ওয়েবসাইটে লগিন করার মাধ্যমে কোর্সের ভিডিও দেখে শিখে নিতে পারেন।
(৩) এই কোর্সের ভিডিও দেখার সময় কোন প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে? উত্তরঃ জ্বী, অবশ্যই পাওয়া যাবে। কোর্সে এনরোল করার পর সকল স্টুডেন্টদের জন্য থাকছে একটি প্রাইভেট ফোরাম! যে ফোরামের মাধ্যমে কোর্সের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন করলে, তার উত্তর পাওয়া যাবে!
(৪) এই কোর্স করার পর কি কোন ইনকামের গ্যারান্টি পাওয়া যাবে? উত্তরঃ না, আমি কাউকে ইনকামের গ্যারান্টি দিয়ে বিভ্রান্ত করতে চাই না। তার কারণ আপনি যদি টাকা আয়ের লোভ থেকে Enroll করার কথা ভাবেন, তাহলে আপনি কখনোই শিখতেই পারবেন না, সুতরাং এমন চিন্তা থাকলে আমাদের কোর্সে Enroll করতে মানা করবো। কারণ এমনও আছে যারা Unbounce শিখে প্রতি মাসে ২-৫ হাজার ডলার আয় করছে অনুরূপভাবে এমনও আছে যারা ৬ মাস শিখেও কিছু করতে পারে নি। সুতরাং আপনি যদি মন থেকে শিখতে চান, এবং শিখার পিছনে ছুটতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য! আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার ক্যারিয়াকে সঠিক উপয়ে দাড় করানোর, তবে হ্যাঁ আপনার চেষ্টা থাকতে হবে এবং আমাদের সহায়তায় আপনার ক্যারিয়ার গড়বে।
(৫) এই কোর্স করার পর কি কোন ইনকামের গ্যারান্টি পাওয়া যাবে? উত্তরঃ না, আমি কাউকে ইনকামের গ্যারান্টি দিয়ে বিভ্রান্ত করতে চাই না। তার কারণ আপনি যদি টাকা আয়ের লোভ থেকে Enroll করার কথা ভাবেন, তাহলে আপনি কখনোই শিখতেই পারবেন না, সুতরাং এমন চিন্তা থাকলে আমাদের কোর্সে Enroll করতে মানা করবো। কারণ এমনও আছে যারা Unbounce শিখে প্রতি মাসে ২-৫ হাজার ডলার আয় করছে অনুরূপভাবে এমনও আছে যারা ৬ মাস শিখেও কিছু করতে পারে নি। সুতরাং আপনি যদি মন থেকে শিখতে চান, এবং শিখার পিছনে ছুটতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য! আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার ক্যারিয়াকে সঠিক উপয়ে দাড় করানোর, তবে হ্যাঁ আপনার চেষ্টা থাকতে হবে এবং আমাদের সহায়তায় আপনার ক্যারিয়ার গড়বে।
এছাড়াও এই কোর্সটি আপনি আপনার বন্ধু/পরিবার/যে কারোর সাথে রেফার করে ৪০% পর্যন্ত কমিশন পেতে আমাদের অ্যাফিলিয়েট আয়ের ড্যাশবোর্ড থেকে ঘুরে আসুন!
Topics for this course
Design To Unbounce Introduction
Welcome To The Course!
Private Discussion Forum 💬
Important Message for Students
Client Design Project Convert To Unbounce
Any Web Page Replicate/Clone To Unbounce (Coming Soon)
Themeforest Unbounce Template Making Idea From Design (Coming Soon)
Themeforest Unbounce Template Making Idea From (Without Design) (Coming Soon))
Creating A Themeforest Unbounce Template Without Designer Help (Coming Soon)
Getting Ready Our Unbounce Template For Themeforest (Coming Soon)
About the instructor
Mahinur Khan
Landing Page & Funnels Engineer
4 Courses
1769 students